আজকাল ওয়েবডেস্ক: শনিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসকে হারিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতানো অধিনায়কের রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের রেকর্ড ভাঙলেন তিনি।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থানের অধিনায়ক হিসেবে ৫৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩১টি ম্যাচ জিতেছিলেন ওয়ার্ন। অন্যদিকে, সঞ্জু রাজস্থানের অধিনায়ক ২০২১ সাল থেকে। পাঞ্জাবকে হারিয়ে তাঁর অধিনায়কত্বে ৩২তম জয় পেল রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত ৬২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩২ জয় এবং ২৯ হার রয়েছে সঞ্জু স্যামসনের।
২০২২ সালে সঞ্জুর নেতৃত্বেই রানার্সআপ হয়েছিল রাজস্থান। ফাইনালে তারা হেরে গিয়েছিল গুজরাট টাইটান্সের কাছে। ২০২৪ সালেও দলকে প্লে-অফে পৌঁছে নিয়ে গিয়েছিলেন স্যামসন। উল্লেখ্য, শনিবার ৫০ রানে পাঞ্জাবকে হারিয়েছে রাজস্থান। স্যামসনদের ২০৫ রানের জবাবে ১৫৫ রানেই অল আউট হয়ে যান শ্রেয়স আইয়াররা।
পাঞ্জাব কিংস টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। রাজস্থানের হয়ে ৮৯ রানের জুটি গড়েন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। যশস্বী ৪৫ বলে ৬৭ রান সঞ্জু করেন ২৬ বলে ৩৮ রান করেন। এরপর রিয়ান পরাগের ৪৩, হেটমায়ারের ২০ রানের ঝোড়ো ইনিংসে রাজস্থান পৌঁছায় ২০৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৪ উইকেট পড়ে যায় পাঞ্জাবের। রাজস্থানের জোফ্রা আর্চার তিন উইকেট নিয়ে পাঞ্জাবের কোমর ভেঙে দেন। নেহাল ওয়াধেরার ৬২, এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৩০ রানের জুটি গড়ে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ২০ ওভারে পাঞ্জাব থেমে যায় ১৫৫ রানে।
